ব্যাক টু ব্যাক হিট সিনেমা উপহার দিলেন তামিল তারকা শিবকার্তিকেয়। এই অভিনেতার সম্প্রতি মুক্তি পাওয়া ‘ডন’ সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।
শিবকার্তিকেয়র ক্যারিয়ারে মুক্তির দিনে সর্বোচ্চ সংগ্রহ করা সিনেমা ‘ডন’; আর ‘ডক্টর’ সিনেমার পর ১০০ কোটির ক্লাবে যাওয়া দ্বিতীয় সিনেমা এটি।
‘ডন’ সিনেমায় শিবকার্তিকেয়র বিপরীতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা অরুল মোহন। এর আগে তাঁরা ‘ডক্টর’ সিনেমায় কাজ করেছিলেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সূরি। সংগীতায়োজন করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।
সিনেমাটির দুটি গান ইউটিউবে হিট হয়েছে। গানের কথা লিখেছেন শিবকার্তিকেয় নিজে।
‘ডন’ পরিচালনা করেছেন সিবি চক্রবর্তী। এটি তাঁর প্রথম সিনেমা। প্রযোজনা করেছে এসকে প্রডাকশনস ও লাইকা প্রডাকশনস।