BOX OFFICE: কেন হিট করেনি ‘ধাকড়’? এই নিয়ে চলেছে অনুসন্ধান

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তার বিগ বাজেটের সিনেমা ‘ধাকড়’ মুক্তি পেয়েছে ২০ মে। মুক্তির থেকেই বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়েছে। দর্শক খরায় চলছে ‘ধাকড়’ ছবির শো। সঙ্গত কারণেই খানিকটা চুপ করে আছেন বলিউডে বিতর্কের রানী বলে খ্যাত এই অভিনেত্রী।

প্রথম দিনে সিনেমাটি আয় করে মাত্র ১ কোটি রুপি। যা রীতিমতো কঙ্গনা ও তার ভক্তদের জন্য হতাশার। মুক্তির তৃতীয় দিনে ২ কোটি রুপি আয় করতে হিমশিম খেতে হয়েছে ছবিটিকে। তৃতীয় দিনেও আশানুরূপ কোনো ফল আসেনি।

ছবিটির প্রযোজনা সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এতোটা করুণ চিত্র আসবে এই ছবির তা কল্পনাতেও ছিল না। চলছে কারণ অনুসন্ধান। কেন হিট করেনি ‘ধাকড়’? কেন দেখছেন দর্শক ছবিটি?

এদিকে সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা হতাশা প্রকাশ করেছেন। ভক্তদের নিরাশ করেছেন কঙ্গনা।

তবে আশা ছাড়েননি ‘ধাকড়’র টিম। ভাবছেন ভালো আয় করতে একটু সময় লেগে যায়। ঠিকই ঘুরে দাঁড়াবে এই ছবির ভাগ্য।

নির্মাতারা আশা করছেন ওটিটিতে প্রকাশ হলে ভালো করবে কঙ্গনার ‘ধাকড়’। দেখা যাক, সেখানে নায়িকার দর্শক খরার শনির দশা কাটে কি না।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy