BJP-র নতুন রাজ্য সভাপতির নিয়ে জোরকদমে চলছে চর্চা, রবিবারই ঠিক হবে নাম?

বঙ্গ বিজেপিতে ইতিমধ্যে ২৫টি জেলা সভাপতির নির্বাচন সম্পন্ন হয়েছে, বাকি এখনও ১৮টি। নতুন জেলা সভাপতিদের নিয়ে চর্চা চলছে সর্বত্র। আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে দলগুলি ঘুঁটি সাজাতে ব্যস্ত। বিজেপিও দ্রুত বাকি জেলা সভাপতিদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে।

সূত্রের খবর, রবিবার বিজেপির নেতৃত্ব বৈঠকে বসবে। সল্টলেকের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতা সুনীল বনশাল-সহ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। বৈঠকে জেলা সভাপতিদের নাম চূড়ান্ত করা এবং মার্চ মাসে অমিত শাহের বঙ্গ সফর নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, রাজ্য সভাপতি নির্বাচনের বিষয়টিও আলোচনায় আসবে।

রাজ্যের বিজেপির সাংগঠনিক জেলার অর্ধেকের বেশি সভাপতির নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, ফলে রাজ্য সভাপতি নির্বাচনে আর কোনও বাধা নেই। কে হবেন রাজ্য সভাপতি, তা নিয়ে চলছে বিস্তর জল্পনা এবং একাধিক হেভিওয়েট নাম উঠে আসছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy