“BJP নয়, হিন্দু ধর্মকে রক্ষা করবে তৃণমূলই”- বিধানসভায় ফের গর্জে উঠলেন মমতা

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ঘিরে বুধবার তৈরি হল ব্যাপক উত্তেজনা। মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করতেই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। তারা তীব্র প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেন।

বিজেপি বিধায়কদের প্রতিবাদ উপেক্ষা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ শানান। তিনি বলেন, “ধর্মের নামে জালিয়াতি করবেন না। বিজেপি নয়, হিন্দু ধর্মকে রক্ষা করবে তৃণমূলই।”বিরোধী দল মানেই বিধানসভায় রোজ ভাঙচুর চলবে, এটা বরদাস্ত করা হবে না।”আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। এখানে সবাই নিজের ধর্মাচরণ করেন। বিজেপি শুধু ধর্মীয় বিভাজন তৈরি করতে চায়।”

শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য—“মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলে দেওয়া হবে”—নিয়ে মমতা বলেন,”আপনারা ধর্মীয় কার্ড খেলেন, কিন্তু সবথেকে বড় ধর্ম মানবিকতা।”আপনাদের হিন্দু ধর্ম রামকৃষ্ণ- বিবেকানন্দের ধর্ম নয়, বরং বিভাজনের রাজনীতি চালাচ্ছে বিজেপি।”বাংলাদেশ থেকে বহু হিন্দুকে আমরা আশ্রয় দিয়েছি, অথচ বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করছে।”

মুখ্যমন্ত্রীর বক্তব্যের আগে বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ বলেন,”তৃণমূলের নেতারা রোজ হিন্দুদের আক্রমণ করছেন, কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একসময় বিধানসভায় ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিলেন।”

মমতার ভাষণ শুরুর সময় থেকেই বিজেপি বিধায়করা তুমুল হট্টগোল শুরু করেন।শংকর ঘোষের বক্তব্যের পর বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন।স্পিকার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও উত্তেজনা কমেনি।তৃণমূলের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করছে।বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল সংখ্যালঘু তোষণের রাজনীতি করছে।বিধানসভার উত্তপ্ত পরিস্থিতি রাজ্যের রাজনীতিতে নতুন করে তরজা বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy