BigNews: ৬৮ লক্ষ রেশন কার্ড বাতিল, BIG STEP নিলো মোদী সরকার

বাংলায় এখনো পর্যন্ত ৬৮ লক্ষ ভুয়ো রেশনকার্ড ধরা পড়েছে । এতদিন ধরে ভুয়ো রেশন কার্ড কাজে লাগানোর ফলে ভর্তুকি দেওয়া চাল -গম বেহাত হয়ে যাচ্ছিল সরকারের। এখন মোদী সরকার শব্দ পদক্ষেপ নিয়ে সেই সব রেশন কার্ড বাতিল করে দিয়েছে।

কেন্দ্রীয় সরকারের খাদ্য ও গণবন্টন মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বাতিল হয়ে যাওয়া রেশন কার্ডের সংখ্যার নিরিখে দেশে উত্তর প্রদেশের পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। অদাহ্র সংযোগের মাধ্যমেই এই ভুয়ো রেশনকার্ড গুলো সনাক্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, অনলাইন মাধ্যম আসার ফলেই কমছে দুর্নীতি। খুব সহজেই ধরা পড়ছে জালিয়াতিদের কারবার। আর এবার নালিন পদ্ধতি কাজে লাগিয়ে আপনি বাড়িতে বসেই আবেদন করতে পারে নতুন রেশন কার্ডের। এক দেশ এক রেশন কার্ড (One nation one card) ব্যবস্থা লাগু হওয়ার পর থেকে প্রত্যেক নাগরিকের জন্য রেশন কার্ড থাকা আরও বেশি জরুরি হয়ে উঠেছে ৷ কেবল সস্তায় রেশন নেওয়ার জন্য নয়

পরিচয় পত্র হিসেবেও বেশ গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে মানা হয় রেশন কার্ডকে ৷ এই যোজনা লাগু হওয়ার পর থেকে যে কোনও রাজ্যের বাসিন্দা দেশের যে কোনও জায়গা থেকে রেশন নিতে পারবেন ৷ আধার ও প্যান কার্ডের পাশাপাশি রেশন কার্ড থাকাও অত্যন্ত জরুরি ৷ আপনার কাছে রেশন কার্ড না থাকলে চিন্তার কোনও কারন নেই ৷ এবার বাড়িতে বসে স্মার্টফোন থেকে অনলাইনে রেশন কার্ডের (Apply online forration card) জন্য আবেদন করতে পারবেন ৷ এর জন্য প্রত্যেকটি রাজ্য একটি ওয়েবসাইট তৈরি করেছে ৷ আপনার রাজ্যের ওয়েবাসইটে গিয়ে রেশন কার্ডের জন্য সহজেই আবেদন করতে পারবেন ৷

Related Posts

© 2025 News - WordPress Theme by WPEnjoy