সম্প্রতি সমীক্ষায় প্রকাশ পেয়েছে অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় শিল্প কারখানার সংখ্যা কম। সেই খবর প্রকাশ পাওয়ার পর দিনেই বাংলার জন্য এলো সুখবর। সোনালী অতীত যেন ফের ফিরবে বাংলায়। আবার নতুন করে শুরু হবে শিল্প কারখানা কর্মসংস্থান হবে লক্ষ লক্ষ বেকার যুবক -যুবতীদের। বাংলায় শিল্প টানার উদ্যেশে প্রত্যেক বছর নিয়ম করে শিল্পপতিদের নিয়ে বিশেষ আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আর এবার সুখবর এলো হিন্দুস্তান মোটোর্স্ থেকে। চলতি আর্থিক বর্ষেই ইউরোপের একটি বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থার সাথে যৌথ উদ্যোগে ৮ বছর পর গাড়ি উৎপাদন শুরু করবে হিন্দুস্তান মোটোর্স্। জানাগেছে এই কারখানায় মূলত তৈরী করা হবে ইলেকট্রিক বাইক।
প্রসঙ্গত, ১৯৪৮ সালে বাংলায় গাড়ি তৈরী শুরু করে হুগুলির উত্তর পাড়ার হিন্দুস্তান মোটোর্স্। কিন্তু পরবর্তীতে প্রচন্ড আর্থিক এভাবে ২০১৪ সালের মে মাসে বন্ধ হয়ে যায় কারখানা।