বৃহস্পতিবার সকালে কলকাতায় নিয়োগ দুর্নীতি মামলায় একসঙ্গে নয়টি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এর মধ্যে রয়েছে বড়বাজার, মানিকতলা, নিউ আলিপুর, টালিগঞ্জ, বেলঘরিয়া, নিউটাউন, কামারহাটি, হাওড়া এবং হুগলি।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই জায়গাগুলিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য হাতে পাওয়ার জন্যই তল্লাশি চালানো হচ্ছে। তবে ED-র তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
ED সূত্রে জানা যাচ্ছে, এই তল্লাশির ফলে নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য উঠে আসতে পারে। পাশাপাশি, এই তল্লাশির মাধ্যমে দুর্নীতির জালে জড়িত ব্যক্তিদের আরও কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছে ED।
নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং হুগলির প্রোমোটার অয়ন শীল।
সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্ত দ্রুত শেষ করতে চাইছে ED। এজন্যই বছরের শেষে এই তল্লাশির আয়োজন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের ফলে রাজনীতিতে যে তরঙ্গ তৈরি হয়েছে তা এখনও থামেনি। এই মামলার মাধ্যমে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির ভয়াবহতা সামনে এসেছে।