নতুন বছরের শুরুতেই গাড়ি মালিকদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। আগামী ১ জানুয়ারি থেকে রাজ্যের সমস্ত ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির মালিকদের জন্য রোড ট্যাক্স ও পারমিট ও সার্টিফিকেট পুনর্নবীকরণ ফির ক্ষেত্রে জরিমানা মকুব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কয়েক কোটি গাড়ি মালিকের বকেয়া কর ও জরিমানার পরিমাণ এক ধাক্কায় অর্ধেক হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে রাজ্যে লাখ লাখ গাড়ির কর ও জরিমানা বকেয়া রয়েছে।
এই ওয়েভার স্কিমের আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা রোড ট্যাক্স ১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করলে ১০০ শতাংশ জরিমানা মকুব করা হবে। একইভাবে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা পারমিট ও সার্টিফিকেট পুনর্নবীকরণ ফি ১-৩০ জানুয়ারির মধ্যে পরিশোধ করলে ১০০ শতাংশ জরিমানা মকুব করা হবে।
৩১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া কর ও জরিমানা পরিশোধ করলে ৮০ শতাংশ জরিমানা মকুব করা হবে।
এই ওয়েভার স্কিমের মাধ্যমে রাজ্যের কোষাগারে প্রায় ৫ হাজার কোটি টাকা জমা পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ওয়েভার স্কিমের পরিকল্পনা করা হয়েছে। করোনা পরবর্তী সময়ে গাড়ি মালিকদের সমস্যা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।