দিল্লির কায়দা অবলম্বন করে এবার পাঞ্জাবে ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করলো সদ্য নির্বাচিত আম আদমি পার্টির সরকার। পাঞ্জাব নির্বাচনের প্রচারে AAP প্রধান অরবিন্দ কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন তার দল ক্ষমানতায় এলে মানুষকে আর বিদ্যুতের পেছনে খরচ করতে হবেনা।
আর সেই প্রতিশ্রুতি অনুযায়ী পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগৱন্ত সিং মান ঘোষণা করলেন রাজ্যের প্রতিটি ঘরে এখন থেকে দেওয়া হবে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি। তবে এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের উপকার হলেও সরকারের ঘরে পর্বে বিপুল আর্থিক চাপ।
যদিও দেখা গেছে দিল্লিতে জল ও বিদ্যুৎ ফ্রি তে দেওয়ার পরেও দিল্লি সরকার লাভেই চলছে।
এখন দেখার নব নির্বাচিত সরকার কিভাবে পাঞ্জাব রাজ্যটিকে চালায়। তবে পাঞ্জাবের মানুষের সমস্যা ২৪ ঘন্টা কারেন্ট সরবরাহ নিয়ে। যদিও দিল্লিতে প্রায় ২৪ ঘন্টা কারেন্ট সার্বরাহ জারি থাকে বলে দাবি করেছে আম আদমনি পার্টির সরকার।।