মোদী সরকার আজ পেট্রল -ডিজেলে বাড়িয়ে দিলো রফতানি শুল্ক। পেট্রোলের ক্ষেত্রে প্রতিলোটারে ৫ টাকা ও ডিজেলের ক্ষেত্রে রফতানিও শুল্ক বৃদ্ধি করা হয়েছে প্রতি লিটারে ১২ টাকা।
মনে করা হচ্ছে দেশের বাজারে যাতে জ্বালানি স্টক যথেষ্ট পরিমানে মজুত থাকে ও দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এর পাশাপাশি এটিএফের ক্ষেত্রেও রফতাইনি শুল্ক বাড়ানো হয়েছে প্রতি লিটারে ৬ টাকা।
প্রসঙ্গত, দেশীয় বাজারে তেলের দাম সাধ্যের মধ্যে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তেলের দামের লাগাম ছাড়া বৃদ্ধিতে অতিষ্ট হয়ে উঠেছিল দেশের সাধারণ মানুষ। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছিল নিত্যপ্রয়াজনীয় জিনিসের দাম। কাঁচামাল ও পণ্য পরিবহনে বাড়তি খরচের কারণেই বাড়ছিল বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দাম। পরবর্তীতে কেন্দ্র সরকার ও দেশের কিছু রাজ্য সরকার কর কমিয়ে দেওয়ার কারণে কিছুটা স্বস্তিতে রয়েছে সাধারণ মানুষ।