২১ শের বিধানসভা নির্বাচনে তুমুল লড়াইয়ের পর ফের ক্ষমতায় বসেছে তৃণমূল কংগ্রেস। বছর যেতে না যেতেই শুরু হয়েছে পরবর্তী পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরকারের চিন্তাভাবনা। আর এবার সেই ভাবনার কোথায় প্রকাশ পেল আজ মুখ্যমন্ত্রী মমতা ব্বানের্জীর প্রশানিক বৈঠকে।
তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি ঝাড়গ্রামের জনসভা থেকে ঘোষণা করে দিলেন পঞ্চায়েত ভোটের সময়। তিনি আজ ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে জানালেন বর্ষার পরেই তিনি পঞ্চায়েত নির্বাচনের কথা ঘোষণা করবেন।
বর্ষার আগেই সমস্ত সরকারি কাজ শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন ‘বর্ষা এলেই আর কোনও কাজ করা যাবেনা। রাজ্যের মানুষকে সিপিএম ও বিজেপিকে একটা ভোটও না দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তিনি জানান যে সিপিএম ও বিজেপি দুই দলই মুদ্রার দুইপিঠ।