BigNews: নূপুর শর্মাকে তলব করলো বাংলার পুলিশ, মামলা করলেন তৃণমূলনেতা

বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ।হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রসঙ্গে আজ সোমবার জিজ্ঞাসাবাদের জন্য নূপুর শর্মাকে তলবের কথা জানায় কলকাতা পুলিশ।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহাইল নূপুর শর্মার বিরুদ্ধে মামলা করেছেন। পূর্ব মেদীনিপুরের কাঁথি থানায় মামলা করেন তৃণমূল নেতা।

বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি বিজেপির মিডিয়া ইউনিটের প্রাক্তন প্রধান নবীন জিন্দালের মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ভারতের বহু এলাকায় বিক্ষোভ করছেন মুসলিমরা। ঝাড়খণ্ডে দুজন নিহত হয়েছে। ভারতজুড়ে আহত হয়েছেন অনেকেই।

এ ছাড়া আরব দেশগুলোসহ মুসলিম বিশ্বের অনেক দেশই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বক্তব্য দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

Related Posts

© 2025 News - WordPress Theme by WPEnjoy