
সম্প্রতি কয়লা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতিতে তোলপাড় হ্প্য়েছে রাজ্য রাজীনীতি। সিবিআই ও ইডির পদক্ষেপে নাভিশ্বাস উঠেছে রাজ্যের আমলা থেকে মন্ত্রীদের। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে চারি হারিয়েছেন ২৬৯ জন। একের পর এক খবরে ক্রমশ চাপে শাসক দলের বিভিন্ন নেতা থেকে আমলা বর্গ। আর এবার সেই রেশ ধরেই ED র জেরার মুখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জি।
আজ বৃহস্পতিবার, অভিশেষ পত্নী রুজিরা ব্যানার্জি সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন। তিনি আজ সকাল ১১ টা নাগাদ পৌঁছন। তার সাথে দেখা গেছে তার কন্যা ও আইনজীবীকে। ED সূত্র থেকে জানা গেছে গতকাল বুধবারেই তাকে জিজ্ঞাসাবাদের নোটিস পাঠায় ইডি।
মূলত, কয়লা পাচার কাণ্ডের বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেক পত্নীকে। এর আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছিল রুজিরাকে। একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও এখনো কয়লা পাচার কাণ্ডের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।এখন দেখার বড় এই পাচার কাণ্ডে কোনো রাঘব বোয়াল ফেঁসে যায় কি না!