উত্তরবঙ্গে এই প্রথম বইছে নজিরবিহীন দাবদাহ। উত্তরবঙ্গ জুড়ে এতটাই গরম যে ক্লাস করতে পারছেন না পড়ুয়ারা। আর এমন অবস্থায় কি ফের বন্ধ হবে স্কুল ? শুরু হয়েছে জল্পনা। স্কুলে ছাত্র -ছাত্রীদের পাঠাতেও অনিচ্ছা প্রকাশ করেছেন বেশিরভাগ অভিভাবকরা।
বেশকয়েদিন থেকেই উত্তরবঙ্গে চলছে তীব্র দাবদাহ। প্রচণ্ড গরমের কারণে ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পড়ুয়ারা হয়ে পড়েছেন অসুস্থ। ক্লাসরুমের পরিবর্তে গাছের ছায়ায় পঠন -পাঠনের ছবি প্রকাশ্যেকে এসেছে জলপাইগুড়ির একটি স্কুল থেকে।
এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদেড় একাংশ অভিভাবকরা চাইছে গরম থেকে বাঁচতে ফের আরও একবার স্কুল বন্ধের ঘোষণা করা হোক। সোমবার থেকে যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত,তীব্র গরমে পুড়ছে এবার উত্তরবঙ্গ। গরমের প্রভাব পড়েছে সকলের দৈনন্দিন জীবনে। সবথেকে বেশি প্রভাব পড়েছে ছোট ছোট ছাত্র ছাত্রীদের উপর। তাই অবিলম্বে স্কুলের সময় পরিবর্তন করে সকালে সমস্ত শ্রেণীর ক্লাস শুরু করলে চালু থাকবে পড়াশোনাও। দাবদাহর তীব্র প্রভাব থেকে বাঁচে শিক্ষার্থীরাও।