News

BigNews: উচ্চমাধ্যমিকে পিছিয়ে কলকাতা, প্রথম ৭ এও নেই স্থান!

মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকের পাশের হারে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুর। তবে জেলা ভিত্তিক ফলাফলে প্রথম সাথেও নেই কলকাতা পাশের হারের বিচারে এগিয়ে রয়েছে ৭ জেলা। প্রথম শটে রয়েছে পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পঙ, বাঁকুড়া। বাংলার পাহাড়ি জেলা কালিম্পঙ এগিয়ে রয়েছে উন্নত মেট্রো শহরের জেলা কলকাতার থেকে।

এমনকি প্রথম ১০ এ জায়গা পেয়েছেন শুধু কলকাতার তৃতীয় স্থানাধিকারী রোহিত সেন যার প্রাপ্ত নম্বর ৪৯৬।

প্রসঙ্গত ,মাধ্যমিকের পর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ প্রকাশিত হলো উচ্চমধ্যমিকের ফলাফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য্য আজ শাগবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন। এর আগে 2020 সালে পরীক্ষা শুরু হবার পর মাঝপথেই কোরোনার কারণে স্থগিতের হয়ে যায় পরীক্ষা।

এরপর করোনা আনহে ২০২১ এ হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এবার এই প্রথম নিজেদের স্কুলে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্তীরা। পরীক্ষা শেষ হবার ৪৪ দিনের মাথায় হলো ফল প্রকাশ।

চলতি বছরে উচ্চমধ্যমিকে পাশের হার ৮৮ শতাংশ ও রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন আদিশা শর্মা তার প্রাপ্ত নম্বর ৪৯৮।

আগামী বছর উচ্চমধ্যমিক শুরু হবে ১৪ মার্চ ও শেষ হবে ২৭ মার্চ।

Exit mobile version