BigNews: ইস্পাতের বিনিময়ে রাশিয়ায় গাড়ির যন্ত্রাংশ-গ্যাস টারবাইন পাঠাতে প্রস্তুত, এই দেশটি

ইউক্রেনে আগ্রাসন চালানোয় রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র-মিত্রদের চলমান অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে পণ্য বিনিময় করতে ইরান প্রস্তুত আছে বলে জানিয়েছেন উপসাগরীয় দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী। আজ শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন মতে, ইরানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী রেজা ফাতেমি আমিন তার দেশের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভিকে বলেছেন, পণ্য বিনিময়ের অংশ হিসেবে ইরান গাড়ির যন্ত্রাংশ ও গ্যাস টারবাইন দিয়ে রাশিয়া থেকে ইস্পাত নিতে প্রস্তুত।

রাশিয়া-ইরান যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা কমিশনের বৈঠকের ফাঁকে রেজা ফাতেমি আমিন এ মন্তব্য করেন।

তিনি জানান, তার দেশের প্রয়োজন জিঙ্ক, অ্যালুমিনিয়াম, দস্তা ও ইস্পাত। কাঁচামাল পেতে পণ্য বিনিময় ব্যবস্থা চালু করা যেতে পারে।

বিনিময়ে ইরান রাশিয়ায় গাড়ির যন্ত্রাংশ ও গ্যাস টারবাইন পাঠাতে পারে বলেও জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়, দেশ দুটি পণ্য বিনিময় ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা ও পণ্যের তালিকা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে রাজি হয়েছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক গত ২৫ মে সরকারি সফরে ইরানে আসেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy