কোচবিহারে আবাস যোজনার চূড়ান্ত তালিকা থেকে প্রায় আড়াই হাজার উপভোক্তার নাম বাদ দিতে বাধ্য হল প্রশাসন। বিডিওদের নেতৃত্বে গঠিত সরকারি টিমের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, কিভাবে ঘর পাওয়ার অযোগ্য এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম চূড়ান্ত তালিকায় স্থান পেল? একই সাথে অস্বস্তি বেড়েছে প্রশাসনের মধ্যেও।
কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) সৌমেন দত্ত জানিয়েছেন, একাধিক অভিযোগের ভিত্তিতে নতুন করে একটি সার্ভে করা হয়েছিল। সেই সার্ভেতে দু’হাজারের বেশি নাম বাদ পড়েছে। গত বছরের ২৫শে নভেম্বর কোচবিহার জেলায় আবাস যোজনার সার্ভের কাজ শুরু হয়েছিল। সরকারি কর্মীদের নিয়ে প্রায় ১২০০টি টিম এই কাজে নিযুক্ত ছিল এবং ৮ই ডিসেম্বর পর্যন্ত এই সার্ভে চলেছিল।
প্রাথমিকভাবে, জেলায় মোট ৩ লক্ষ ৯১ হাজার ৪৭৫ জন উপভোক্তার নাম তালিকায় ছিল। সার্ভের শেষে কিছু নাম বাদও দেওয়া হয়েছিল। কিন্তু, যখন প্রথম ধাপে ১ লক্ষ ১২ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া শুরু হয়, তখন জেলা প্রশাসন ও বিডিওদের কাছে একের পর এক অভিযোগ আসতে থাকে।
অভিযোগকারীদের দাবি ছিল, চূড়ান্ত তালিকায় অনেক প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে যারা প্রকৃতপক্ষে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। এই বিষয়ে ফোন, লিখিত অভিযোগ এবং এমনকি ইমেলের মাধ্যমেও অভিযোগ জানানো হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন এবং বিডিওদের নেতৃত্বে জেলার বারোটি ব্লকে নতুন করে টিম গঠন করে পুনরায় সার্ভে করার নির্দেশ দেওয়া হয়।
নতুন সার্ভে টিমের রিপোর্টে প্রায় আড়াই হাজার এমন উপভোক্তার সন্ধান পাওয়া যায় যাদের ঘর পাওয়ার কথা নয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এক মাস ধরে ১ হাজারের বেশি সরকারি টিম দিয়ে যে সার্ভে করা হয়েছিল, তাতে এত ভুল কিভাবে হল? সার্ভের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।