সম্প্রতি কয়লা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতিতে তোলপাড় হ্প্য়েছে রাজ্য রাজীনীতি। সিবিআই ও ইডির পদক্ষেপে নাভিশ্বাস উঠেছে রাজ্যের আমলা থেকে মন্ত্রীদের। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে চারি হারিয়েছেন ২৬৯ জন। একের পর এক খবরে ক্রমশ চাপে শাসক দলের বিভিন্ন নেতা থেকে আমলা বর্গ।
নিয়োগ দুর্নীতি নিয়ে মাঝে মাঝেই শাসক দলের নেতাদের আক্রমণ করছে বিরোধী শিবির।সম্প্রতি নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চ্যাটার্জি আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা বেচারাম মান্না কে।
ব্যাহ্রাম মান্না বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জিকে মানহানি মামলার হোসিয়ারি দিয়েছিলেন আগেই। বুধবার সেই সংক্রান্ত একটি চিঠি হুগুলির বিজিপি নেত্রী লকেট চ্যাটার্জিকে পাঠালেন ব্যাহ্রাম মান্নার আইনজীবী।
সেই চিঠিতে বলে হয়েছে বেচারামের বিরুধ্যে টাকা নিয়ে প্রাথমিক শিক্ষকপদে চাকরি দেওয়ার যে অভিযোগ লকেট চ্যাটার্জি করেছেন, তার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে তারা বিরুদ্ধে করা হবে ২ কোটি টাকার মানহানি মামলা।