পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের ছুটি আরও ১১ দিন বাড়িয়ে করা হলো ২৬ জুন পর্যন্ত। গোটা দক্ষিণ বংগো জুড়ে তীব্র গরমের কারণেই ছুটী৮ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ এই মর্মেই এক বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দফতর।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিতে বাড়িয়ে দেওয়া হলো এই ছুটি। এর আগের বিজ্ঞপ্তিতে ছুটি ঘোষণা করা হয়েছিল ১৫ জুন পর্যন্ত।
প্রসঙ্গত, আজ সকালেই ধারণা করা হয়েছিল সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গরমের ছুটি আরও ১৫ দিন বাড়তে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন। তার ভিত্তিতেই শিক্ষা দফতর প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। এত দিন ১৫ জুন পর্যন্ত ছুটি ছিল। আরও ১৫ দিন বাড়ানো হলে গোটা জুনই ছুটির আওতায় এসে যাবে।