প্রতিদিনই আদালত চত্বর থেকে উঠে আসে বিভিন্ন খবর। কখনো রাজনৈতিক আবার কখনো সামাজিক ইস্যু নিয়ে তোলপাড় হতে দেখা গেছে আদালত চত্বর। তবে এবার বিষয় অন্যরকম। আজ এক নজির বিহীন মামলার সাক্ষী থাকলো সকলে।আর এবার উঠে এলো এক ৭৬ বছর বয়স্ক এক শিক্ষিকার মামলা।
শিক্ষিকার নাম শ্যামলী ঘোষ। বর্তমানে তার বয়স ৭৬ বছর। তিনি হাওড়ার শ্যামপুকুরের একটি স্কুলে ১৯৭৬ সালে চাকরি পান। কিন্তু চাকরি পাওয়ার পর টানা ২৫ বছরের বেতন বাকি ছিল তার। আর সেই বেতন হাতে পেতে গত ৩৫ বছর ধরে তাকে লড়তে হয়েছে আইনি লড়াই।
অবশেষে তার মামলার সুরাহা হলো। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ জানিয়ে দিলো যে অবিলম্বে সুদ ও আসল সমেত ওই শিক্ষিকার বেতন মিটিয়ে দিতে হবে।
কার্যত আদালতের নির্দেশ মতো এখন ওই শিক্ষিকার বেতন মেটানোর প্রক্রিয়া শুরু করবে সংশ্লিষ্ট দফতর। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির একের পর এক রায়ে উঠে আসছে সরকারি দফতরের বিভিন্ন নক্কার জনক দিক।