BigNews: ১৮ টি স্কুল হবে বন্ধ, পুরসভা জারি করলো বিজ্ঞপ্তি

কলকাতা পুরসভার অন্তর্গত বহু বিদ্যালয় এই মুহূর্তে রয়েছে বেহাল অবস্থায়। সেই সাথে অনেক স্কুলেই পড়ুয়া সংখ্যা নাম মাত্র। আবার কোথাও পড়ুয়া থাকলেও স্কুল ভবনের অবস্থা বেশ জরাজীর্ন। পুরসভার অন্তর্গত ২৮ টি স্কুলকে বন্ধ কপরে অন্য স্কুলের সাথে মিলিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা।

এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে প্রথম ধাপে ১৮ টি স্কুল মিলিয়ে দেওয়া হবে। আজ ১৮ মার্চ এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জেলায় মোট ৮০০০ এর বেশি স্কুল বন্ধ করা হবে সম্প্রতি জানিয়ে দিয়েছে শিক্ষা দফতর। আর সেই প্রক্রিয়া স্বরূপ শুরু হয়েছে কাজ। এই খবর তারই উদাহরণ। কোথাও শিক্ষার্থীর অভাব আবার কোথাও স্কুলের পরিকাঠামোর অভাব। আবার কোথাও শিক্ষক সংখ্যা কম। বিভিন্ন কারণে বন্ধ হতে চলেছে রাজ্যের এই সব বিদ্যালয়।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy