BigNews: ১০ এপ্রিল অ্যাকাউন্টে আসবে ২,০০০ টাকা ! KYC আপডেট থাকলেই মিলবে টাকা

সুখবর চিনলে এলো প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনার আওতায় থাকা কৃষকদের জন্য। PM কিষান যোজনার আওতায় থাকা গ্রাহকরা আর কিছুদিনের মধ্যেই পেতে চলেছেন ১১ তম কিস্তির টাকা। এই সুবিধা পাওয়ার জন্য অপেক্ষা করছে দেশের ১২ কোটির বেশি কৃষক পরিবার।
সূত্রের রিপোর্ট অনুযায়ী APRIL ও JULY মাসের কিস্তির টাকা ব্যাঙ্ক একাউন্টে পৌঁছে যেতে পারে চলতি মাসের ১০ তারিখে।

প্রসঙ্গত গতবার এই কিস্তির টাকা এসেছিলো ১৫ মে তারিখে তবে এবার এই কিস্তির টাকা আসার সম্ভাবনা রয়েছে রামনবমী অর্থাৎ ১০ এপ্রিল তারিখে নতুবা ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তীতে।

এখনো পর্যন্ত এই যোজনার আওতায় অন্তর্ভুক্ত কৃষকরা পেয়েছে ১০ টি কিস্তির টাকা। প্রধানমন্ত্রী চলতি বছরের ১ জানুয়ারী ১০ তম কিস্তির টাকা প্রদান করেছিলেন কৃষকদের। আর এবার কৃষকরা পাবেন তাদের ১১ তম কিস্তির টাকা। তবে সমস্ত ব্যাঙ্ক একাউন্ট নম্বরের থাকতে হবে KYC আপডেট।

আপনার একাউন্টে টাকা ঢুকেছে কি না বা যেকোনো তথ্য আপনি চেক করতে পারবেন অনলাইনেই –

– প্রথমে pmkisan.gov.in-এ যান।

– ওয়েবসাইটের ডান পাশে Farmers Corner এ ক্লিক করুন।

– Beneficiary Status এ ক্লিক করুন।

-স্টেটাস চেক করতে, আধার নম্বর, মোবাইল নম্বরের মত তথ্যগুলো বিশদে লিখুন।

-প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে, আপনি তালিকায় আপনার নাম চেক করতে পারেন।

তবে অনেক রাজ্য থেকে এখনও অনুমোদন পাওয়া যায়নি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy