BigNews: ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতি, ৪ জেলাকে জরিমানা করলো মোদী সারকার

বেশকিছুদিন ধরেই ১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতির খবর সামনে আসছে। কাজ ক্ষতিয়ে দেখার জনতা কেন্দ্র সরকার পাঠিয়েছিল তদন্ত কমিটি। আর সেই সময় দেখা গেছে খাতায় -কলমে কাজ হয়ে গেলেও বাস্তবে তার কিছুই হয়নি।

রাজ্যের পেশকরা ১০০ দিনের কাজের ক্ষতিয়ান মিলিয়ে দেখতে দেখতে এসে এমন ধরণের অভিযোগে বেশ কয়েকটি জেলাপ্রশাসন কে করা হয়েছে মোটা জরিমানা। রাজ্যের পেশ করা ক্ষতিয়ানের সাথে হিসেবে না মেলায় হুগুলিতে প্রায় ২ কোটি টাকার জরিমানা করা হয়েছে। অপরদিকে পূর্ব বর্ধমানে এই জরিমানার পরিমান ১ কোটি টাকার বেশি। উত্তর ব্যাঙের মালদা ও দার্জেলিং জেলায় কেন্দ্রীয় দল জরিমানা করেছে যথাক্রমে ২৬ ও ১৭ লক্ষ টাকা।

প্রসঙ্গত, ১০০ দিনের কাজে দুর্নীতি নিয়ে প্রায়ই সরব হয়েছিল রাজ্যের বিরোধী দল। আর সেই অভিযোগ ক্ষতিয়ে দেখতে এসে কেন্দ্রীয় কমিটি পেয়েছে চাক্ষুষ প্রমান। আর এবার অভিযোগ প্রমাণিত হওয়ার ভিত্তিতে ও কাজের ভিত্তিতে বাংলার ৪ জেলাকে জরিমানা করলো কেন্দ্রীয় দল।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy