BigNews: ১০০০ টাকা জরিমানা, PAN, ADHAR CARD নিয়ে নতুন নিয়ম জারি করলো মোদী সরকার

মধ্যবিত্তের পকেটে আরও চাপ বাড়লো কেন্দ্রের নতুন নির্দেশিকায়। অর্থমন্ত্রকের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুসারে ১ জুলাইয়ের পর প্যান -আধারকার্ড সংযুক্তি করুন করা হলে আগে জরিমানা হিসেবে ১০০০ টাকা দিতে হবে।

এছাড়া যেকোনো ধরণের ভার্চুয়াল ও ডিজিটাল এসেট অথবা ক্রিপ্টোকারেন্সি ও এনএফটি লেনদেনের ক্ষেত্রে দিতে হবে ১ শতাংশ টিডিএস।যদি ক্রেতার পানকার্ড না থাকে তাহলে এই ধরণের লেনদেনের ক্ষেত্রে টিডিএস কাটা হবে ২০ শতাংশ হারে।

প্রসঙ্গত, এর আগে একাধিকবার কেন্দ্র সরকার নির্দেশিকা জারি করে সকলকে প্যান ও আধার কার্ড লিংক করার জন্য নির্দেশ দিয়েছিলো। একাধিক বার বাড়ানো হয়েছে শেষ তারিখ। তবুও কিছু মানুষ এখনো সেই প্রক্রিয়ায় অংশ গ্রহণ না করায় এবার থেকে ১০০০ টাকা জরিমানা করার কথা ঘোষণা করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy