অন্ধ্রপ্রদেশের দশম শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে ২৭ সে এপ্রিল। আর এই পরীক্ষার সময়েই সক্রিয় হয়ে ওঠে কিছু অসাধু চক্র। মূলত প্রষ্পুত্র ফাঁসের খবর বের হয়ে আসে এই সময়। আর এমন অভিযোগের তীর যুক্ত হয় সংশ্লিষ্ট কাজে যুক্ত থাকা শিক্ষকদের উপর। সহজে নম্বর তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই আগাম টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগ ওঠে প্রায়ই।
আগামী ৯ মে অন্ধ্রপ্রদেশে বোর্ড পরীক্ষা শেষ হবে। তবে তার আগেই ৪৫ জন শিক্ষক সহ মোট ৬৯ জনকে আটক করলো পুলিশ।
বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য পেশ করেন। তিবনি সংঙবাদিকদের জানান যে ১০ম শ্রেণীর বোর্ড পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এখনো পর্যন্ত আত্মক করা হয়েছে ৬৯ জনকে আর তাদের মধ্যে রয়েছে ৪৫ জন শিক্ষক।
প্রসঙ্গত, মাঝারি মানের ছাত্র ছাত্রীদের সহজে ভালো নাম্বার তুলে দেওয়ার কথা বলে ছাত্র ভর্তি নেয় কিছু কোচিং সেন্টার আর তাদের সাথে বিভিন্ন শিক্ষকের যোগ সাজেশ থকাৰ কারণে প্রায়ই এমন অশিক্ষক্ষক মূলক আচরণে অভিযুক্ত হয়ে যায় কিছু সংখক শিক্ষক।