BigNews: হাইপাসনিক মিসাইল বানাচ্ছে ভারত, সহযোগিতার হাত বাড়িয়ে দিলো রাশিয়া

ভারত-রাশিয়ার যৌথ প্রতিরক্ষা কোম্পানি ব্রহ্মোস অ্যারোস্পেস পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রথম হাইপারসনিক মিসাইল তৈরি করতে সক্ষম হবে। ব্রহ্মোস অ্যারোস্পেসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে ব্রহ্মোস অ্যারোস্পেসের সিইও এবং এমডি অতুল রেনে বলেন, ব্রহ্মোস অ্যারোস্পেস হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম। পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আমরা প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হবো।

ভারতের স্বাধীনতার ৭৫ বছরের সঙ্গে মিল রেখে ভারতের অন্যতম সফল, অত্যাধুনিক সামরিক অংশীদারিত্ব কর্মসূচির অবিশ্বাস্য যাত্রাকে চিহ্নিত করতে ব্রহ্মোস অ্যারোস্পেস সোমবার ‘রজত জয়ন্তী বর্ষ’ উদযাপন শুরু করেছে।

অপরাজেয় ব্রহ্মোসের প্রথম সুপারসনিক লঞ্চের গৌরবময় ২১ তম বছর স্মরণে ‘রজত জয়ন্তী বর্ষ’ চলতি বছরের ১২ জুন থেকে শুরু হয়ে উদযাপন ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি শেষ হবে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy