রাজ্যের সমস্ত স্কুল আগামীকাল শনিবার থেকে খুলছে। শনিবার থেকেই বিদ্যালয়ে উপস্থিত হতে হবে সমস্ত শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের। এমনটাই নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তবে স্কুল খুললেও সোমবার থেকে বিদ্যায়লয়ে আসবে পড়ুয়া। আজ শুক্রবার এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষা দফতর থেকেপ্রকাশ করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, শনিবার ২৫ জুন থেকেই শিক্ষক -শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের স্কুলে যোগ দিতে হবে।
প্রসঙ্গত, করোনার প্রকোপ শুরু হবার পর রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রায়ই ব্যাহত হচ্ছে নিয়মিত পঠন পাঠন। তার প্রভাব পড়ছে ছাত্র -ছাত্রীদের শিক্ষায়। করোনার প্রকোপের পর স্কুল খুলতে না খুলতেই শুরু হয় প্রচন্ড দাবদাহ। আর সেই দাবদাহ থেকে মুক্তির জন্য এগিয়ে নিয়ে আসা হয় গরমের ছুটি।