BigNews: সিগন্যাল না খুলে ফোনে ব্যস্ত Civic Volunteer, অভিযোগ জানাতেই মাথা ফাটিয়ে দিলেন যাত্রীর

সিগন্যাল না খুলে ফোনে ব্যস্ত Civic ভলান্টিয়ার, অভিযোগ জানাতেই যাত্রীর মাথা ফাটিয়ে দিলেন

মঙ্গলবার হলো সপ্তাহের কর্মব্যস্ত দিনের মধ্যে একটি। আর এই সময় রাস্তায় বেড়ে যায় যাত্রী ও যানবাহনের চাপ। আর সেই চাপ সামাল দিতে ও যানজট থেকে অব্যাহতি দিতে সরকার নিয়োগ করেছে সিভিক ভলেন্টিয়ার।

তবে তা সত্ত্বেও মঘটে গেলো এক অদ্ভুত ঘটনা। রাস্তার মাঝে যানজটে অস্থির যাত্রী অপরদিকে আপন মনে ফোনে ব্যস্ত সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ করেও মেলেনি সুরাহা। বরং রেগে গিয়ে অভিযোগ কারীর মাথা ফাটিয়ে দিয়েছে সিভিক ভলেন্টিয়ার।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ৩৪ নম্বর জাতীয় সড়কে। সেখানেই সিভিক ভলেন্টিয়ার দেখায় তার দাদা গিরি। ঘটনা ঘিরে এখন শুরু হয়ে যায় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় স্থানীয় থানার পুলিশ। আহত যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতলে।

আহত যুবকের মা জানিয়েছেন রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল , আমার ছেলে সিভিক ভলেন্টিয়ারকে জানালে তারা তার কোথায় কান দেয়নি। আর সেই ঘটনার ভিডিও করতেই রেগে গিয়ে সিভিক ভলেন্টিয়ার আমার ছেলের মাথা ফাটিয়ে দেয়।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy