BigNews: সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ফের বাড়ছে বেতন! উপকৃত হবে লক্ষ লক্ষ পরিবার

দেশের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। মূল্যবৃদ্ধির দিনে তাদের জন্য এলো স্বস্তির খবর। আগামী জুলাই মাস থেকেই তাদের বাড়তে চলেছে ডিয়ারনেস এলাউন্স বা মহার্ঘ ভাতা। জানাগিয়েছে একধাক্কায় এই ভাতা বাড়তে চলেছে ৩৯ শতাংশ।

গত এপ্রিলে যে এআইসিপি ইনডেক্সের তথ্য প্রকাশিত হয়েছিল সেখানেই প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিলো যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফের বাড়তে চলেছে ডিএ। আর এবার যেন সেই সম্ভাবনাই জোরালো হলো।

সূত্রের খবর অনুযায়ী আগামী জুলাই থেকে যদি বেতন বৃদ্ধি হয় তাহলে চলতি বছরে পর পর দুবার বাড়তে চলেছে মহার্ঘ ভাতা।

প্রসঙ্গত, চলতি বছরেই লাগাম ছাড়া ভাবে বৃদ্ধি পেয়েছে নিতাপ্রয়োজনীয় জিনিসের দাম। মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠেছে অনেকের। সরকারি চাকরি করেও পকেটে পড়ছিলো বিপুল টান। তবে সরকারি এই খবরের আভাসে কিছুটা স্বস্তি মিলবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy