সরকারি অফিসে ফাঁকিবাজি সেই পুরোনো আমল থেকেই চলছে। একে কর্মীরা বেশিরভাগ সময়মতো আসেন না, আর এলেও তাদের প্রায়ই দেখা যায়না কাজের টেবিলে। অপরদিকে তার ডেস্কে জমে যায় ভিড় ও ফাইল । শেষ লগ্নে তাড়াহুড়োর মাধ্যমে কাজ করে থেকে যায় কাজের বিভিন্ন গলদ।
আর এবার সেই ফাঁকিবাজি রুখতে বড় পদক্ষেপ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সম্প্রতি বিভিন্ন দফতরে নির্দেশিকা পাঠিয়ে জানানো হয়েছে দেরি করে দফতরে এলে সেই কর্মীকে করা হবে লেট্ মার্কিং। ছুটি নিতে হলে আগে থেকে জানাতে হবে কর্তৃপক্ষকে। যদি জরুরি অবস্থায় কোনো ছুটির প্রয়োজন হয় তাহলে জানাতে হবে হোয়াটস্যাপ গ্রূপ ,এসএমএস অথবা ইমেইল মারফত। এবার থেকে না জানিয়ে ছুটি নিলে বা অফিসে দেরি করে আসলে সেই ছুটি বাতিল করা হবে।
প্রসঙ্গত, সরকারি কর্মচারীদের মধ্যে কাজের গতি ও সাধারণ মানুষের সুষ্ঠ পরিষেবার জন্য মুখ্যমন্ত্রীর এই উদ্যাগ বেশ প্রশংসনীয়। তবে লিভাবে অফিসের কর্মীরা লেট এলে তা লেট্ মার্কিং করা হবে, বা নির্ধারণের জন্য সঠিক পদ্ধতি কি তা এখনো জানা যায়নি। কারণ পুরোনো সময় থেকেই বিভিন্ন নিয়ম জারি থাকলেও তা নজরদারির অভাবে কোনো কাজে আসেনি। এক্ষেত্রে বায়োমেট্রিক প্রেসেন্ট পদ্ধতি চালু হলে তা খুবই ফলদায়ক হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।