অর্থ সংকটের কারণে দেউলিয়া শ্রীলঙ্কার পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। দ্বীপরাষ্ট্রে খাবার, ঔষুধ, জ্বালানি তেল সবকিছুরই সংকট দেখা দিচ্ছে। ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নেমেছেন দেশটির জনগণ। পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বর্তমানে দেশটিতে ভরপ্রাপ্ত প্রেসিডেন্ট দায়িত্বে রয়েছেন রনিল বিক্রমাসিংহে। শ্রীলঙ্কার এই সব পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সর্বদল বৈঠক ডাকল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার আর্থিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে পদক্ষেপ করা উচিত, এই প্রসঙ্গেই বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানাগেছে আগামী মঙ্গলবার এই বৈঠক হবে। সেখানে সর্বদলকে উপস্থিত থাকার আহ্বান করা হয়েছে।
বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরের নেতৃত্বে আলোচনা করা হবে। জানাগেছে ডিএমকে এবং এআইডিএমকের প্রস্তাব মেনেই এই বৈঠক করা হবে।