জাপানের কারখানাগুলোতে গত মাসে উৎপাদন কমেছে উল্লেখযোগ্য হারে। চীনের শূন্য করোনা নীতি ও সরবরাহ সংকটের ফলে এ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে বিশ্বের তৃতীয় বড় অর্থনীতির দেশটির কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার (৩১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির সরকারি পরিসংখ্যানে জানানো হয়, চলতি বছরের এপ্রিল মাসে আগরে মাসের তুলনায় উৎপাদন কমেছে এক দশমিক তিনি শতাংশ। মূলত ইলেকট্রিক পণ্যের ক্ষেত্রে এমন চিত্র দেখা গেছে।
এদিকে টয়োটা কোম্পানি এপ্রিলে লক্ষ্য পূরণে ব্যর্থতার কথা জানিয়েছে। এর আগে বার্ষিকভিত্তিতে উৎপাদন কমে নয় শতাংশ। এর মধ্যে মোট উৎপাদনের এমন দুর্বল পরিসংখ্যান সামনে এলো।
বিক্রির দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হলো টয়োটা। গত সপ্তাহে জুনের জন্য বৈশ্বিক উৎপাদন কমানোর কথা জানায় কোম্পানিটি। এই ধারা পুরো বছর অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়।
অক্সফোর্ড ইকোনমিকসের জাপানের প্রধান শিগেতো নাগাই বলেন, কারখানার কার্যক্রম কমার চেয়ে জাপানের অর্থনীতির সবচেয়ে বড় ঝুঁকি হলো অভ্যন্তরীণ চাহিদা বিশেষ করে ব্যক্তিগত খরচ কমে যাওয়া।