
দেশের সকল মানুষ তাদের টাকা জমানোর নিরাপদ জায়গা হিসেবে অন্যতম সুরক্ষিত স্থান বলের মনে করে ব্যাঙ্ক কে। আর সেই ব্যাঙ্ক থেকেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সাধারণ মানুষ বেশি ভরসা করে বেসরকারি ব্যাঙ্কের তুলনায় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক গুলোকে। আর সেই ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে উঠে এলো চক্ষু চড়ক গাছ করে দেওয়ার মতো জালিয়াতির তথ্য।
আরবিআই এবার ব্যাঙ্ক জালিয়াতি নিয়ে উদ্বেগ জনক এক পরিসংখান প্রকাশ করেছে। সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে ২০২১-২২ আর্থিক বছরে ভারতে ব্যাঙ্ক জালিয়াতির মোট অর্থমূল্য ৬০ হাজার ৪১৪ কোটি টাকা।
আর সবচেয়ে চমকে দেওয়া তথ্য হলো ভারতের ১২ টি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের সম্মিলিত মুনাফার পরিমান এই অংকের থেকে সামান্য পরিমানে বেশি। গত অর্থবর্ষের হিসেবে অনুযায়ী ১২ টি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সম্মিলিত ভাবে মুনাফা অর্জন করেছে ৬৬ হাজার ৫৪১ কোটি টাকা অর্থাৎ জালিয়াতির পরিমান থেকে মাত্র ৬১২৭ কোটি বেশি।