BigNews: মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে বিরিয়ানির কৌটোয় ভরে গেলো সোনা!

কেরলে সোনা পাচার কেলেঙ্কারি নিয়ে ফের শুরু হলো জলঘোলা। ফের উঠে এলো পুরোনো মামলার তথ্য। মূলত ওই মামলায় অন্যতম এক অভিযুক্ত জবানবন্দি দিয়ে দাবি করেন যে কেরলের মুখ্যমন্ত্রী স্বনাগ পিনারায় বিজয়নের কাছে টাকা ও সোনা পৌঁছে দেওয়া হয়েছিল। টাকার ব্যাগ পৌঁছে দেওয়া হয়েছিল এমনকি বিরিয়ানির কৌটোয় ভরে সোনার ব্যাগ পৌঁছে দেয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে!

প্রসঙ্গত, তিরুঅনন্তপুরম বিমানবন্দরে সোনা ভর্তি ব্যাগ ধরা পড়ার পরেই সামনে এসেছিল পাচার-কাণ্ড। সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত স্বপ্না সুরেশ এক সময়ে দুবাইয়ে ভারতীয় দূতাবাসে কাজ করতেন। তাঁকে গ্রেফতার করার পরে ওই ঘটনার সূত্রে ধরা পড়েন কেরলের মুখ্যমন্ত্রীর দফতরের প্রাক্তন প্রিন্সিপাল সচিব এম শিবশঙ্কর। ঘটনার তদন্ত ভার হাতে নিয়েছে ইডি, এনআইএ-সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই।

তখন থেকেই ঘটনার সঙ্গে বিজয়নের নাম যোগ করার জন্য ‘চাপ’ দেওয়া হচ্ছে বলে এক সময়ে অভিযোগ করেছিলেন শিবশঙ্কর। তার পরেও গত বছর বিধানসভা ভোটে জিতে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছে বিজয়নের সরকার। এখন আবার স্বপ্নার অভিযোগের জেরে কেরলের রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy