BigNews: মা কালী বিতর্ক, ফের মুখ খুললেন মহুয়া মৈত্র

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মা কালী বিতর্কে ফের মুখ খুললেন। তিনি নাম না করে এবার নিশানা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সম্প্রতি তৃণমূলকে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য।

আর এর উত্তরে সোশ্যাল মিডিয়ায় মহুয়া লেখেন ‘বাংলায় বিজেপির ট্রল ইনচার্জের জন্য পরামর্শ। আপনার প্রভুদের বলুন, তারা যা জানেনা, সেটা নিয়ে যেন মন্তব্য না করে। দিদি ও ডিডিডি বলার পরিনাম ভুগতে হয়েছে। এবার মা ও মা বলার পরিমান ও ভুগতে হবে।

তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের নামে একাধিক থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। তবে মহুয়া মিত্র সে সবকে গুরুত্ব না দিয়ে করে চলেছেন নিজের কাজ। মহুয়া মিত্র আমারনাথে বিপদে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে জানালেন হেল্প লাইন নম্বর।

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ফেসবুকে লিখেছেন ‘ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোনও এলাকার বাসিন্দা যদি এই সময় আমারনাথে গিয়ে থাকে এবং তাদের পরিবার যোগাযোগ করতে না পারেন তাহলে যোগাযোগ করুন স্থানীয় বিডিও অফিসে। বা ফোন করতে পারেন নবান্নের হেল্প লাইন নম্বরে ০৩৩ -২২১৪৩৫২৬-এ।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy