BigNews: মহারাষ্ট্রে ঊধ্বভ সরকারের পতন, BIGSTEP নিলো তৃণমূল কংগ্রেস

মহারাষ্ট্রের রাজনীতির খবর এখন জায়গা করে নিয়েছে শিরোনামে।ইতিমধ্যে পাওয়া গেছে শিবসেনা সরকারের পতনের খবর। ফের ব্যাপক রদবদলের পথে মহারাষ্ট্রের রাজনীতি।

আর এবার সেই রাজনৈতিক পালা পরিবর্তননের প্রসঙ্গ টেনেই অসম তৃণমূল করল অভিযোগ। তাদের দাবি গুয়াহাটির হোটেলে রয়েছেন শিবসেনার ৪২ জন বিদ্রোহী বিধায়ক। এবার তাই বিজেপির বিরুদ্ধে সরকারি ক্ষমতার ব্যবহার করে বিদ্রোহী শিবসেনা বিবিধেয়কদের আশ্রয় দেওয়া ও অসম সরকার পতনের চেষ্টার অভিযোগ তুলেছে অসম তৃণমূল।

অসমের ঘাসফুল শিবিরের রাজ্য সভাপতি নিপুন বোড়ার নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকাল থেকেই সেই হোটেলে বাইরে শুরু হয়েছে বিক্ষোভ প্রদর্র্শন। সেই সাথে তাদের আরও অভিযোগ অসম সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘব করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি।

Related Posts

© 2025 News - WordPress Theme by WPEnjoy