এইমুহূর্তে এক নাগাড়ে বৃষ্টিতে নাকাল জলপাইগুড়ি। জেলার ব্লকের পর ব্লক হয়েছে জলমগ্ন। বন্যার আতঙ্কে থাকা মানুষ জনকে কাঁপিয়ে দিলো আর এক প্রাকৃতিক আতঙ্ক। বৃষ্টি -বজ্রপাতের মাঝ রাতে কেঁপে উঠলো জেলা।
তীব্র কম্পনে কেঁপে উঠলো বাড়িঘর। ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেড়িয়ে আসেন মানুষ জন। সময় যখন ঠিক রাত ১২ টা তখন অনুভূত হয় কম্পন।
স্থানীয়রা জানায় মাঝরাতে কম্পন অনুভিত হয়। কেঁপে ওঠে সকলের বাড়িঘর । কম্পনের পর আফটার শোকের আশংকা সকলের মধ্যে ছিল কিছুক্ষন। ফের কম্পন হতে পারে ঈ৮ আশংকায় গভীর রাত অবধি রাস্তায় ঘুরছিলেন বহু মানুষ।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে প্রায়ই বাড়ছে ভূমিকম্পের মাত্রা। মাঝে মাঝেই প্রকৃতি দেখা চ্ছে তার রোষ। মাঝে মাঝেই কেঁপে উঠছে উত্তর বঙ্গের বিভিন্ন প্রান্ত। কম্পনের আতঙ্কে আতংকিত হয়ে ওঠে সাধারণ মানুষ বাড়ি ছেড়ে নেমে আসছে রাস্তায়।