BigNews: ভারতের বায়ু সীমায় চীনের যুদ্ধ বিমান, কড়া জবাব দিলো ভারতীয় সেনা

ফের চীনা যুদ্ধবিমান প্রবেশ করলো ভারতের বায়ু সীমায়। ভারতীয় বায়ুসেনারা জবাবে পাল্টা জেট পাঠিয়ে রুখে দেয় তাদের।

এখনো কাটেনি 2020 সালের লাদাখে রক্ত ক্ষয়ী সংঘর্ষের স্মৃতি। ঐদিন ২০ জওয়ানের প্রাণের বিনিময়ে রুখে দেওয়া হয় হানাদারদের। তারপর সামরিক স্টোরে শুরু হয় আলোচনা। তবে লাদাখে সেই অর্থে এয্খন অবস্থার সেরকম পরিবর্তন হয়নি।

আর এই অবস্থায় ANI সূত্রে সামনে এলো চীনা যুদ্ধ বিমান প্রবেশের খবর। আর সেই খবরে ফের উঠে এলো চীনের ষড়যন্ত্রের ছবি। চীন এখনো যে প্রতিনিয়ত লাদাখের দিকে তাদের কু দৃষ্টি বজায় রেখেছে তার আভাস পাওয়া গেলো সাম্প্রতিক খবরে। তবে তাদের যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনরাও।দেশের সীমান্ত সুরক্ষায় সর্বদাই তৎপর ভারতীয় সেনারা। জল,স্থল ও আকাশ পথে কড়া নজর রাখছে ভারতীয় সেনা। চীনের তাবেদারী রুখে দিতে সর্বদা প্রস্তুত ভারতীয় জওয়ানরা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy