BigNews: বিছানা ভর্তি টাকা, খনি দুর্নীতিতে ২৫ কোটি উদ্ধার করলো ইডি

খনি দুর্নীতির তদন্তে নেমে ঝাড়খণ্ডের রাঁচি থেকে ২৫ কোটি টাকা উদ্ধার করলো ইডি। তার মধ্যে ১৭ কোটি টাকা নগদ হিসেবে উদ্ধার করেছে ইডি।আইএএস অফিসারের কীর্তি দেখে অবাক হয়ে গেছে তদন্তকারী সংস্থার কর্মীরা। টাকার পরিমান এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত বাইরে থেকে টাকা গোনার যন্ত্র নিয়ে আসতে হয় আধিকারিকদের। তারপর অভিযুক্তকে গ্রফেতার করা হয়।

নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন ঝাড়খণ্ডের খনি সচিব তথা আইএসএস অফিসার পূজা সিঙ্ঘল তার বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে ২৩ লক্ষ টাকা। এখনো চলছে গোনার কাজ। সেই সাথে ওই আইএএস অফিসারের বিরুধ্যে রুজু করা হয়েছে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ।

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের খনি ও ভূতত্ত্ব বিভাগের সচিবের দায়িত্ব পালন করছিলেন পূজা এর আগে তিনি ঝাড়খম্ডের খুঁটি জেলার ডেপুটি কমিশনারের দায়িত্ব পালনের পর পাশাপাশি পূর্বতম বিজেপি সরকারের কৃষি সচিব হিসেবেও কর্মরত ছিলেন।ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ২০০০ ব্যাচের অফিসার পূজা।তার বিরুধ্যে উঠেছে ১০০ দিনের কাজের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ।

আর সেই অভিযোগ ক্ষতিদেখার জন্যই সম্প্রতি ইডি হানা দেয় তার বাড়িতে। বিশাল এই আর্থিক তছরুপের মামলায় ইডি আরও হানা দেবে ঝাড়খণ্ড,বিহার , পশ্চিমবঙ্গ, দিল্লি, পাঞ্জাব মিলিয়ে প্রায় ১৮ টি জায়গায়।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy