BigNews: বাংলা সফরে আসছেন RSS প্রধান মোহন ভাগবত, পুলিশকে বড় নির্দেশ দিলেন মমতা

রাষ্ট্রীয় স্বয়ং সেবকের প্রধান মোহন ভাগবত আসছেন বাংলা সফরে। আর সেই কারণে পুলিশকে তার কর্মসূচির উপর কড়া নজর রাখার নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি আজ বলেন ‘১৭-২০ তারিখ আরএসএস প্রধান আসছেন তো। কি করতে আসছেন ? নজর রাখবেন যাতে দাঙ্গাটঙ্গ না করে ! একটু ফল -মিষ্টিও পাঠিয়েসি দেবেন যাতে মনে না হয় আমরা অথিতিদের আপ্যায়ন করি না। ‘ প্রশাসনই বৈঠকে আজ মুখ্যমন্ত্রী মমতা পুলিশদের এই নির্দেশ দেন।

প্রসঙ্গত, পৃথিবীতে এমন কোনও সংগঠন সম্ভবত নেই, যার সঙ্গে সাংগঠনিক কাঠামো বা কাজের ধরনের দিক থেকে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মিল খুঁজে পাওয়া যায়।   আরএসএস-এর প্রতিষ্ঠাতা নাগপুর নিবাসী  ডাক্তার কে. বি. হেডগেওয়ার।  আরএসএস-এর যাত্রা শুরু হয়েছিল একটি সাংস্কৃতিক সংগঠন হিসাবে, তবে সবসময়েই সংঘের দর্শনে থেকেছে হিন্দু জাতীয়তাবাদ। এর প্রতিষ্ঠা দিবস ১৯২৫ সালের ২৭ সেপ্টেম্বর।  এই বছরে বিজয়াদশমীর দিন ৯৬ বছর হতে চলেছে আরএসএস-এর। আরএসএস-এর। আর ২০২৫ সালে শতবর্ষ।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy