বাংলা আবাস যোজনা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বেঁধেছে সংঘাত। ফের সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী আজ দাবি করে বলেন যে বাংলা আবাস যোজনার নাম একই থাকবে। প্রয়োজনে তিনি এই বিষয়ে দিল্লিতে দরবার করবেন।
আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করে বলেন ‘বাংলার বাড়ি, বাংলার সড়ক যোজনার টাকা আটকে রাখা হচ্ছে। আমি সাংসদদের একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম দিল্লিতে, দেখি তারপর কি করছে। তা না হলে আমাকেও দিল্লি যেতে হতে পারে। এগুলোর সমাধান করতে হবে।
প্রসঙ্গত, কিছুদিন আগে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে অবস্ যোজনায় ‘প্রধানমন্ত্রী র নাম যুক্ত না করলে কেন্দ্রে এই প্রকল্পে টাকা আর দেবেনা বাংলাকে। শনিবার এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটারে ছবি শেয়ার করে লেখেন ‘কেন্দ্রীয় পরিদর্শকরা আসার আগেই ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রাপ্ত বাড়ির সঠিক নাম ও লোগো লাগানোর জন্য দেওয়া হয়েছে জরুরি নির্দেশ।।