বৃহস্পতিবার সকালে মধ্যবিত্তের পকেটে ফের ধাক্কা। বাংলার একাধিক জেলায় বেড়েছে পেট্রোলের দাম। আজ দাম বেড়েছে বীরভূম, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ায়। অপরদিকে দাম কমেছে জলপাইগুড়ি, হাওড়া, কোচবিহার, বাঁকুড়ায়।
দেখেনিন কনজেলায় কত দাম –
আলিপুরদুয়ারে লিটার পিছু ১০৬.৮১ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.৪৯ টকায়।
বাঁকুড়ায় পেট্রলের দাম ১০৬.২৪ টাকা। ডিজেল ৯২.৯৬ টাকা।
বীরভূমে পেট্রলের দাম ১০৬.৭৩ টাকা, ডিজেল ৯৩.৪২ টাকা।
কোচবিহারে পেট্রল ১০৬.২২ টাকা। ডিজেল ৯২.৯৩ টাকা।
দুই দিনাজপুরে যথাক্রমে পেট্রল ১০৬.৫১ এবং ১০৬.৫১ টাকায়।দুই জেলায় ডিজেল ৯৩.২১ এবং ৯৩.০৭ টাকা।