BigNews: বগটুই অগ্নিকান্ডে জড়িত আছে এক নাবালক, আদালতে জানানো হলো আর্জি

সম্প্রতি শেষ হয়েছে বীরভূমের বগটুই কাণ্ডের তদন্ত। পেশ করা চার্জশিটে নাম রয়েছে ১৬ জন অভিযুক্তের। সোমবার এমনি তথ্য জানালো কলকাতা হাইকোর্টে জানালো সিবিআই।

অপরদিকে বগটুই নিয়ে দায়ের করা এক জনস্বার্থ মামলায় মামলার আইনজীবী ফিরোজ এডুলজি আর্জি জানান যে ওই ঘটনায় জড়িত রয়েছে এক নাবালক। তাই ওই নাবালক যাতে এখনই জামিন না পায় তা নিশ্চিত করার জন্য আদালতকে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, ২১ তারিখ রাতে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের পর বগটুই গ্রামে (Bogtui) শেখলাল শেখের বাড়িতে হামলা চলে বলে অভিযোগ। ছোঁড়া হয় বোমা, আগুন ধরিয়ে দেওয়া হয়। শেখলালের স্ত্রী নাজমা বিবি পালিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। শরীরে ৬৫ শতাংশ পুড়ে যায়। তাঁকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামপুরহাট হাসপাতালে। বগটুই গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পর হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নাজেমা বিবির চিকিৎসার খরচ বাবদ হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা তুলে দেন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy