সেই দীর্ঘ সময় থেকেই বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রীরা জায়গা করে রয়েছে মানুষের হৃদয়ে। প্রত্যেক অভিনেতা ও অভিনেত্রীর রয়েছে নির্দিষ্ট ফ্যান ফলোয়ার্স। আর সেই লার্জার দ্যান লাইফ অভিনেতার মৃত্যু হলে স্বাভাবিক ভাবেই মন ভারাক্রান্ত হয়ে পরে তার ভক্তদের।
এবার মাত্র ৬০ বছর বয়সে প্রয়াত হলেন হলিউডের সুপারস্টার অভিনেতা ল্যান্স রেডিক। তিনি অভিনয় করেছিলেন দ্যা ওয়ার,ফ্রিঞ্জ ও জন উইকের মতো জনপ্রিয় সিনেমায়।
তবে বিশিষ্ট এই তারকার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে তার মৃত্যু স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে। তার লস এঞ্জেলসের বাড়ি থেকে উদ্ধার হয় মৃত দেহ। রেডিকের প্রয়ানে শোক প্রকাশ করেছে হলিউডের বড় বড় তারকীয়া অভিনেতা ও অভিনেত্রী রা।