আজ চন্ডিগড়ে চলছে GST কাউন্সিলের বৈঠক। আজকের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বৈঠকের শেষদিন আজ। গতকাল পরিবর্তন করা হয়েছে মুড়ি, আটা ও ভোজ্য তেল সহ একাধিক পণ্যের কর পরিবর্তন।
এবার শোনা যাচ্ছে পেট্রল -ডিজেলকে নিয়ে আসা হতে পারে GST র তালিকায়। আর সেরকমটা ঘটলে অনেকটাই দাম কমে যাবে পেট্রল -ডিজেলের।
যদি এমনটা হয় তাহলে পেট্রল ও ডিজেলের ওপর কেন্দ্র ও রাজ্য সরকারের আলাদা করে বদলে নেওয়া হবে একটি মাত্র ট্যাক্স। যা সরাসরি চলে যাবে কেন্দ্রের কাছে। আর এরফলে জ্বালানির দাম এক ধাক্কায় কমে যেতে পারে ৩৩ টাকা।
এছাড়াও, অর্থনীতির গতি বাড়াতে GST র ৪৭ তম বৈঠকে কয়েকটি পণ্য ও পরিষেবায় বড় ধরণের এড -বদল ঘটানো হতে পারে। প্রায় ৬ মাস পর পরিষদদের সদস্যরা বৈঠকে বসছেন। যদিও সূত্রে পাওয়া খবর অনুযায়ী বর্তমান মূল্যবৃদ্ধির জেরে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিষেবার কর বৃদ্ধির সম্ভাবনা কম। বরং কর বাড়ানো হতে পারে ঘোড়া দৌড়, ক্যাসিনো ও অনলাইন গেমিং প্লার্টফর্মে।