শিক্ষার অধিকার আইনে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন চালানো পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশ রয়েছে। তা সত্ত্বেও বেশকিছু সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা চালিয়ে যাচ্ছিলেন প্রাইভেট টিউশন।
আর এবার সেই টিউশন বন্ধ করার উদ্যেশে পশ্চিমবঙ্গ সরকার জারি করল নতুন বিজ্ঞপ্তি। শিক্ষা দফতর থেকে প্রকাশ করা ওই বিজ্ঞাপনে সরকারি স্কুল গুলির সঙ্গে মডেল স্কুল, এনআইজিএস প্রাক্রিতি স্কুলের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
উক্ত স্কুলগুলির প্রধান শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার।
প্রসঙ্গত, ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকদের মধ্যে ওয়েকেরই অভিযোগ স্কুলের শিক্ষকরা তাদের কাছে টিউশন করলেই ছাত্র -ছাত্রীদের স্কুল প্রজেক্টে নম্বর বেশি যোগ করে দেন। এছাড়াও শিক্ষকরা যদি স্কুল শেষে নিজের সাবজেক্টের বিষয়ে অধ্যয়ন না করে ফের বাড়িতে প্রাইভেট টিউশন নিয়ে ব্যস্ত থাকেন তাহলে নতুন সিলেবাস ও বিষয় সম্পর্কে গভীর জ্ঞান কিভাবে আয়ত্ব হবে তাদের ? এই বিষয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।