BigNews: পার্থর ‘বান্ধবী’ অর্পিতা প্রসঙ্গে মুখ খুললেন মমতা, দিলেন প্রতিক্রিয়া

পার্থ চ্যাটার্জির গ্রেফতারি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এবার অর্পিতা প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা। ‘কে কার বন্ধু আমি কী করে জানব ?’ এমনটাই বললেন মমতা ব্যানার্জি।

অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, ‘বেহালা ও মধ্যমগ্রামে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে নির্বাচনের প্রচারে গিয়েছিলেন অর্পিতা। সেখানে তাদের সঙ্গে ছিলেন বিধায়ক সোহম ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তারা একই সঙ্গে প্রচারে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতাকেও একটি মঞ্চে অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে। এখন প্রশ্ন করা হয়েছে যে, তাহলে অর্পিতা দলের কেন হবে না ?’

প্রসঙ্গত, ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রীর সঙ্গে গ্রেফতার হয়েছেন তার ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। মন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় থাকতেন একটি ফ্ল্যাটে। ইডির তদন্তে সেই ফ্ল্যাটে পাওয়া গেছে প্রায় ২২ কোটি টাকাসহ গয়না, বিদেশী মুদ্রা এবং অনেক কয়টি মোবাইল ফোন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy