পয়গম্বর বিতর্কে তোলপাড় দেশ। চলছে আরোপ -প্রত্যারোপ। নুপুর শর্মার হয়ে পোস্ট করায় মহারাষ্ট্রের অমরাবতীতে রসায়নবিদ কে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হলেন মুলচক্রী ইরফান সহ আরও দুজন। এই নিয়ে এই খুনের ঘটনায় গ্রেফতার করা হলো দুজনকে।
ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৫৪ বছর বয়সী প্রহ্লাদরাও কলেকে খুনের ঘটনায় নির্দেশ দিয়েছে এনআইএ তদন্তের। অমরাবতী শহরের পুলিশ কমিশনার আরতি সিংহ বলেছেন ইরফানের সংস্থায় ব্যাংকার লেনদেন সংক্রান্ত তথ্য ভালো করে ক্ষতিয়ে দ্দেখা হচ্ছে।
প্রসঙ্গত, প্রসঙ্গত, প্রসঙ্গত, হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের দুই সপ্তাহ পর ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে মামলা হয়েছে।
সমাজের শান্তি বিনষ্ট, অস্থিতিশীলতা তৈরি এবং বিদ্বেষ ছড়ানোর দায়ে বিজেপির এ নেতা ছাড়াও আরও কয়েক জনের বিরুদ্ধে দিল্লি পুলিশ এ মামলা দায়ের করা হয়েছে।