BigNews: নিষেধাজ্ঞা সরিয়ে ভারত গম পাঠাবে বাংলাদেশকে!

নিষেধাজ্ঞা সরিয়ে শিগগিরই ভারত ১০ লাখ টন গম রপ্তানি করতে চলেছে। এর মধ্যে ৫ থেকে ৬ লাখ টন গম পাঠাবে বাংলাদেশে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল সুইজারল্যান্ডের দাভোস থেকে দেশে ফিরলে এ–সংক্রান্ত ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে ১৩ মে সরকার গম রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করে। সে সময় বলা হয়েছিল, বিজ্ঞপ্তি দেওয়ার আগে যেসব সংস্থা রপ্তানির উদ্যোগ নিয়ে ঋণপত্র (এলসি) খুলেছিল, তাদের রপ্তানির সুযোগ দেওয়া হবে। তা ছাড়া ওই বিজ্ঞপ্তিতে প্রতিবেশী দেশগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার কথাও জানানো হয়েছিল।

খবরে বলা হয়েছে, বাংলাদেশে গম যাবে প্রধানত সড়ক ও রেলপথে। কিছু পরিমাণ সমুদ্রপথেও যেতে পারে। এই ১০ লাখ টন গম রপ্তানির জন্য ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছে।

কলকাতাভিত্তিক রপ্তানিকারকের মাধ্যমে বলা হয়েছে, বাংলাদেশ সরকার এই মুহূর্তে গম আমদানিতে বিশেষ উৎসাহী নয়। কারণ, তাদের ওয়্যারহাউসে স্থানাভাব। বাংলাদেশ আগে মজুত চাল বিক্রি করতে চায়, যাতে সেই জায়গায় আমদানি করা গম মজুত করা যায়।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy