
মদ বিক্রি করে আগেই নতুন রেকর্ড স্থাপন করেছে বাংলা। আর এবার চিলড বা ঠান্ডা কনকনে বিয়ারের বিক্র্রিতেও নতুন রেকর্ড করলো বাংলা।
আবগারি দফতর সূত্রে পাওয়া খবরের অনুযায়ী গত দু মাসে প্রায় ৪৫ লক্ষ কেস চিলড বিয়ার বিক্রি হয়েছে রাজ্যে। আর সেই বিক্রির ফলে বাংলার কোষাগারে এসেছে প্রায় ৬৫০ কোটি টাকা। সাম্প্রতিক কালে বাংলা জুড়ে এমন বিয়ার বিক্রি হয়নি বলে দাবি করেছে আবগারি দফতরের কর্তারা।
বিশেষজ্ঞদের মতে একদিকে তীব্র দাবদাহ আর সেই দাবদাহ থেকে বাঁচতে ও নেশার আমেজ বজায় রাখতে সুরাপান কারীরা বেছে নিচ্ছে বিয়ারকে। এছাড়া দিন প্র্রতিদ্দিন রাজ্য জুড়ে বাড়ছে মদ্যপায়ীর সংখ্যা। অনেকে শখ করে শুরু করছেন সূরা পান পরবর্তীতে টা আকার ধারণ করেছে নেশার। পত্র-পত্রিকা ও সিনেমা -টিভিতে যতই জারি থাকে বিজ্ঞপ্তি তরুণ সমাজ থেকে বৃদ্ধ দিন দিন ডুব দিচ্ছেন অস্বাস্থকর এই পানীয়ের দিকে।